ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি
সর্বদলীয় ছাত্রদলীয় মতবিনিময় সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সকল পর্যায়ের দায়িত্বপ্রাপ্তদের এখনও হানিমুন পিরিয়ড চলছে বলে মন্তব্য করেছেন জবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সজিবুর রহমান।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘ইসলাম শিক্ষা’ বিভাগের সেমিনার কক্ষে সর্বদলীয় ছাত্র ঐক্য নামের ব্যানারে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন জকসু নিয়ে প্রশাসনের কাছে সুনির্দিষ্ট দাবি জানাতে হবে এবং কোনো প্রকার নতি স্বীকার না করার পক্ষেও মত দেন। আরেক জবি শিক্ষার্থী সোহাগ আহমেদ মন্তব্য করেন, “ফোকাস খাওয়া রাজনীতি, ক্রেডিট নেয়া রাজনীতি জগন্নাথকে পিছিয়ে রেখেছে।”
শাহরিয়ার নামের এক শিক্ষার্থী মৌলিক চাহিদা না পাওয়ার অভিযোগ করে শিক্ষকদের কর্মঘণ্টা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি প্রক্টরের জবাবদিহিতাও দাবি করেন। সোহান নামের আরেক শিক্ষার্থী হতাশা প্রকাশ করে বলেন, এরূপ প্রশাসন দিয়ে কিছুই হবে না।ভিসির কার্যকারিতা নিয়েও সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি।
বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও তাদের মতামত তুলে ধরেন এ সভায়।রেজাউল ইসলামি ছাত্র আন্দোলনের এবং সিফাত হোসেন সাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের উদ্বেগের কথা জানান।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা । বাজেট বৃদ্ধি, দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন ও অস্থায়ী আবাসনসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। বিশেষ করে বহু প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) গঠন নিয়ে কর্তৃপক্ষের দীর্ঘসূত্রিতা এবং বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট তীব্র আকার ধারণ করায় সাধারণ শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেছেন।
কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এবং কার্যকর সমাধানের দিকে তাকিয়ে আছেন সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় সভাটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জবি শাখার সভাপতি এম. কে. রাকিব হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইনসহ অন্যান্য সামাজিক সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।