মোঃ জুবায়ের আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধিঃ
ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান-২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের পরিবারবর্গের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জেলা পরিষদের অর্থায়নে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই চেক বিতরণ অনুষ্ঠান হয়।
শহীদগণের পরিবারবর্গের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক শরীফা হক। গেজেটভুক্ত টাঙ্গাইলের ১০ জন শহীদগণের প্রত্যেক পরিবারবর্গের মাঝে দুই লাখ টাকা করে চেক প্রদান করা হয়।
আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।