নিজস্ব প্রতিবেদক:
পর্যাপ্ত রাজনৈতিক সংস্কার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হলে জাতীয় নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৮ এপ্রিল) কুমিল্লার লাকসামে এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, “সংস্কার এবং বিচার ছাড়া কোনো জাতীয় নির্বাচন নয়। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে নির্বাচন দিলে আমরা অংশ নিতে প্রস্তুত আছি। আমাদের আমির শফিকুর রহমান ইতোমধ্যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “অহঙ্কারী ও অত্যাচারী শাসকের পরিণতি কেমন হয়, তা শেখ হাসিনার দিকে তাকালেই ভবিষ্যৎ প্রজন্ম বুঝবে। জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকেই নিষিদ্ধ করে দিয়েছে। জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, তাদের ঋণ আমাদের শোধ করতেই হবে।”
ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে তা তুলে ধরে তিনি বলেন, “নতুন বাংলাদেশ হবে একটি পূর্ণ স্বাধীন রাষ্ট্র। যেখানে জনগণের অধিকার থাকবে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা থাকবে, ইনসাফভিত্তিক অর্থনীতি গড়ে উঠবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে। আর বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হওয়ার কোনো সুযোগ থাকবে না।”
সম্মেলনে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দলীয় কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।