মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের জনসভা উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে নীলফামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন জেলা জামায়াতের নেতাকর্মীরা। মতবিনিময় সভায় জানানো হয় আগামী ১৯ এপ্রিল বিকেলে জলঢাকার ডাকবাংলো মাঠের এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার, নায়েবে আমির ড. খায়রুল আনাম, সেক্রেটারি আন্তাজুল ইসলাম, কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাবেক সভাপতি তাহমিন হক ববী, সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, বর্তমান সাধারণ সম্পাদক নূর আলম প্রমুখ।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন,“আপনার জানেন ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যা কা- সংঘটিত হয়। ১১৭ বার পিছিয়েছে এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। অনেক পুলিশ প্রশাসনের হাত বদল হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের কারণে বস্তুনিষ্ঠ একটি নিরপেক্ষ প্রতিবেদন দাখিল করতে পারে নি তারা। এটি সাংবাদিকতার পেশায় একটি অন্তরায় সৃষ্টি করেছে।”
তিনি আরও বলেন,“যারা জীবনের ঝুঁকি নিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করেন। কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্র সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক সাগর-রুনি হত্যা কান্ড তাদের নিজ- বেডরুমে সংঘটিত হয়েছিল। সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন সরকারের এতো দায় পড়েনি, কারো বেডরুমে গিয়ে পাহারা দেওয়া। এই কথার মাধ্যমে শেখ হাসিনা সন্ত্রাসবাদকে উষ্কে দিয়েছিল।