মোঃ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে পুটি মাছ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। স্বামী নিজেই স্ত্রীকে গলা টিপে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। ঘটনাটি ঘটে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার সংলগ্ন নগরপাড় এলাকার আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রথম গলির ‘বাই বাই টাওয়ার’-এ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে পুটি মাছ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই তা মারাত্মক রূপ নেয় এবং এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীকে গলা টিপে হত্যা করেন।
হত্যাকাণ্ডের পর ঘাতক স্বামী মুরাদনগর থানায় গিয়ে নিজেই হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্ত স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
এলাকাবাসী জানায়, ছোটখাটো বিষয় নিয়ে আগে থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ছিল। তবে এমন একটি নিষ্ঠুর পরিণতি কেউ কল্পনা করতে পারেনি।