জহিরুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে অজ্ঞাতনামা একটি পুরুষের গলিত পুলিশ উদ্ধার করেছে । শনিবার ( ১৮ এপ্রিল) বিকাল ছয়টার দিকে মধ্যনগর উপজেলার ৩ নং চামরদানী ইউনিয়ন এর অন্তর্গত মোকশেদপুর গ্রামের পাশ্ববর্তী ভোলাই নদীর পশ্চিম পাড়ের দীঘার নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় মরদেহটি পাওয়া গেছে।
বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন জড়ো হয়, পরে একপর্যায়ে স্থানীয় লোকজন অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ চিনতে না পেরে, তাৎক্ষণিক মধ্যনগর থানা পুলিশকে বিষয়টি মোবাইল ফোনে অবগত করেন। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিমের অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ গলিত, হাতের আঙ্গুল নাই ও পায়ের গোড়ালি হইতে নিচের অংশ নাই ও লাশের গায়ে কোনো পোষাক নাই পোকা দ্বারা আক্রান্ত ।