১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি নেতার ফেসবুক পোস্টে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে একটি ফেসবুক পোস্টে তীব্র ভাষায় মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি বলেন, “আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ট নয়।”

পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, লেখাটি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলের কাছ থেকে সংগৃহীত।

হাসনাত আবদুল্লাহর পোস্টে বলা হয়, নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরও তাদের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তিনি দাবি করেন, “শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হয় না। সেটা প্রমাণিত হয়েছে ছাত্রলীগের ক্ষেত্রে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগসহ তাদের সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও বিচারই হতে হবে প্রধান দাবি। বিচার ঠিকভাবে হলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো টিকে থাকতে পারবে না। বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি পার্টিকে নিষিদ্ধ করার মতোই একটি বিচারিক রায়ে আওয়ামী লীগও নিষিদ্ধ হবে।”

তার মতে, শুধু নিষেধাজ্ঞা নয়, একটি ‘বেআওয়ামীকরণ’ প্রক্রিয়া চালু করতে হবে, যেভাবে জার্মানিতে ‘ডি-নাজিফিকেশন’ প্রক্রিয়া চালানো হয়েছিল।

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই এর ভাষা ও উদাহরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং রাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন।

এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

শিশুসন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা

মো: জুবায়ের আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি: চার মাসের কোলের সন্তান মাত্র ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন স্ত্রী। স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় এমন কাজ করেছেন এই

কওমি সনদ বাস্তবায়ন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, কওমি মাদ্রাসার সনদ বাস্তবায়নের বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নয়, এটি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে

১৫ বছর পর অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর পর আবারও অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে উভয় দেশের মধ্যে বহুমুখী সহযোগিতা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় চ্যালেঞ্জ আরাকান আর্মি: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে

Scroll to Top