১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

টঙ্গীতে আপন ভাই-বোন জোড়া খুন: সন্দেহভাজন হিসেবে মা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:
গাজীপুর মহানগরের টঙ্গীতে আপন ভাই-বোনকে নৃশংসভাবে হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের মাকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মামলাটি দায়ের করা হয় ১৯ এপ্রিল ২০২৫ তারিখে, টঙ্গী পূর্ব থানায় (মামলা নং-৩৪), ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি অনুযায়ী।

মামলার বাদী হচ্ছেন নিহত শিশুদের বাবা বাতেন মিয়া (৪৬), যিনি বর্তমানে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুর জামাই বাজার রুপবানের মার্কেট এলাকার জনৈক সারোয়ার হোসেনের মালিকানাধীন ৮তলা ভবনের ২তলার ৩/এ ফ্ল্যাটে বসবাস করছেন। তার স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, বাদী তার স্ত্রী আলেয়া বেগম (৩০), বড় মেয়ে বর্ষা আক্তার ফাতেমা (৯), ছোট মেয়ে মালিহা আক্তার (৬) এবং একমাত্র ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর (৩) কে নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন।

১৮ এপ্রিল ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে বাদী ব্যবসায়িক কাজে বাসা থেকে বের হয়ে সাহারা মার্কেট এলাকায় যান। এ সময় তার বড় মেয়ে ফাতেমা পাশের বাসায় বড় চাচার কাছে যায়। তখন ফ্ল্যাটে ছিলেন স্ত্রী আলেয়া বেগম, ছোট মেয়ে মালিহা এবং ছেলে আব্দুল্লাহ।

বাদী বাসা ত্যাগের পর দুপুর ২টা ৪০ থেকে বিকেল ৪টা ৪৫-এর মধ্যে কোনো এক সময়ে অজ্ঞাতনামা আসামি বা আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ফ্ল্যাটে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে শিশু মালিহা ও আব্দুল্লাহকে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নির্মমভাবে হত্যা করে।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং তদন্ত শুরু করে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ, তথ্য প্রযুক্তির সহায়তা, পারিবারিক সাক্ষ্য ও স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে নিহতদের মা আলেয়া বেগমকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ।

আলেয়া বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে পুলিশ ধারণা করছে। তবে হত্যাকাণ্ডের পেছনের সঠিক কারণ ও মোটিভ জানতে আরও গভীর তদন্ত চলছে। এছাড়াও অন্যান্য উৎস থেকেও তথ্য যাচাই-বাছাই অব্যাহত রয়েছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (অপরাধ দক্ষিণ বিভাগ) উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য জানান।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ভোলা জেলার দুলারহাট থানার চাঞ্চল্যকর মাসুদ হত্যাকান্ডের এজাহারনামীয় ০১নং আসামী মোঃ আল-আমিন গ্রেফতার

মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, ভোলা প্রতিনিধি: গত ০৪/০৪/২০২৫ ইং শুক্তবার সকাল ১১.৩০ ঘটিকার সময় আসামী আল-আমিন (৪৫), পিতা-মৃত হানিফ মাস্টার, সাং-হাসানগঞ্জ (৪নং ওয়ার্ড), থানা-দুলারহাট, জেলা-ভোলা

চীনের দেওয়া ১০০০ সয্যা হাসপাতাল নীলফামারীতে স্থাপনের দাবিতে সর্বস্তরের জনতার মানববন্ধন

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ চীনের উপহারের ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নীলফামারীতে স্থাপনের দাবিতে নীলফামারীর সর্বস্তরের জনতা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে মসলেম প্রামানিক (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে। তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিস

বাংলা নববর্ষে নলছিটি পাবলিক লাইব্রেরিতে সাংস্কৃতিক প্রতিভার উন্মেষ

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে “নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্র” এর উদ্যোগে আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় এক

Scroll to Top