ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক বসিয়েছেন জবি শাখার ছাত্রদল।
শনিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় এই হেল্প ডেস্ক স্থাপন করে শাখা ছাত্রদল।
হেল্প ডেক্সে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল সংরক্ষণ, তথ্য প্রদান, পানি বিতরণসহ বিভিন্ন ধরনের দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করে শাখা ছাত্রদলের নেতা কর্মীরা।
হেল্পডেস্কে উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন, জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলসহ আরো অনেকে।
জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন জানান, “জবি ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের সুবিধা দিতে সবার আগে উপস্থিত থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়েও আমরা যেমন বুথ স্থাপন করে আমরা সেবা দিয়েছি, ঠিক তেমনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জবি কেন্দ্রে সুবিধা দিতে আমরা এগিয়ে এসেছি।”
জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “আমরা সব সময় এমন মানবিক কাজ করার চেষ্টা করি । ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহায়তায় আমরা পাশে আছি । এটি ছাত্রদলের একটি মানবিক উদ্যোগ।”
ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ছাত্রদল হলো মেধাবী শিক্ষার্থীদের সংগঠন। তাই শিক্ষার্থীদের সহযোগিতায় আমাদের এই আয়োজন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় করা হয়েছে।