১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

রাবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা জবিতে সুষ্ঠুভাবে সম্পন্ন

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) রাবির ‘এ’ ইউনিটের আওতাধীন কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা দুপুর ২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত এক শিফটে অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা চলাকালীন জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, পিএইচডি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা ব্যবস্থাপনা, পরিবেশ ও পরীক্ষার্থীদের সার্বিক সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণ করেন। পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, ” সার্বিক শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা যথেষ্ট সচেতনতা অবলম্বন করেছে। সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

এছাড়া সেখানে আরো উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাবির ‘এ’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. সানজিদা ফারহানা, আইন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হান্নান, দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, আরবি বিভাগের অধ্যাপক ড. মো. আবু বকর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আবু লায়েক, ছাত্র হলের প্রভোস্ট মুহাম্মদ আসাদুজ্জামান সাদী এবং পিআরআইপি দপ্তরের পরিচালকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১০,০০০ (দশ হাজার) পরীক্ষার্থীর জন্য আসন নির্ধারণ করা হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানা যায়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ইস্টার সানডে উপলক্ষ্যে জবিতে ছুটি ঘোষণা

ইমতিয়াজ উদ্দিন,জবি প্রতিনিধি: খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী রবিবার ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ওয়েবসাইটের এক

রাবির ভর্তিচ্ছুদের সহায়তায় জবি ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের “এ” ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তায় হেল্পডেস্ক স্থাপন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ

ঢাবিতে সিট: ভুলক্রমে জবিতে এসে পরীক্ষা দিলেন রাবি ভর্তি পরীক্ষার্থী

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের “এ” ইউনিট ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সিট পড়ে পরীক্ষার্থী মুতারসিন আলীর। কিন্তু ভুলক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে

জবি ছাত্রশিবিরের হেল্প ডেস্ক থেকে ফোন চুরির চেষ্টা

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে শাখা ছাত্রশিবিরের হেল্প ডেস্ক থেকে ফোন চুরির অভিযোগে একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা।

Scroll to Top