ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) রাবির ‘এ’ ইউনিটের আওতাধীন কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা দুপুর ২:৩০ থেকে ৩:৩০ পর্যন্ত এক শিফটে অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষা চলাকালীন জবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, পিএইচডি বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা ব্যবস্থাপনা, পরিবেশ ও পরীক্ষার্থীদের সার্বিক সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণ করেন। পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করে উপাচার্য বলেন, ” সার্বিক শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা যথেষ্ট সচেতনতা অবলম্বন করেছে। সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
এছাড়া সেখানে আরো উপস্থিত ছিলেন—বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাবির ‘এ’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. সানজিদা ফারহানা, আইন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হান্নান, দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, আরবি বিভাগের অধ্যাপক ড. মো. আবু বকর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আবু লায়েক, ছাত্র হলের প্রভোস্ট মুহাম্মদ আসাদুজ্জামান সাদী এবং পিআরআইপি দপ্তরের পরিচালকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১০,০০০ (দশ হাজার) পরীক্ষার্থীর জন্য আসন নির্ধারণ করা হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানা যায়।