ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের “এ” ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তায় হেল্পডেস্ক স্থাপন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
শনিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ডানপাশে ভর্তিপরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্পডেস্ক বসায় জবি ছাত্রশিবির। এসময় হেল্পডেস্কে উপস্থিত ছিলেন জবি ছাত্রশিবিরের সদস্যবৃন্দ।
হেল্পডেস্কে ছাত্রশিবিরের নির্ধারিত স্বেচ্ছাসেবকরা ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের চাহিদামাফিক নির্দেশনা দিয়ে সহায়তা করেন। ডেস্কে পরীক্ষার্থীদের ব্যাগ, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র সংরক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।