১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা ও শৃঙ্খলার এক উজ্জ্বল দৃষ্টান্ত

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:

আজ শনিবার সকাল ৮টা থেকে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে শুরু হয়েছে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে শুরু হয় বহুল প্রতীক্ষিত এই প্রক্রিয়ার প্রথম ধাপ।

নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা মহোদয়ের নেতৃত্বে অত্যন্ত সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে শুরু হয় কার্যক্রমটি। তিনি সকাল থেকে মাঠ পরিদর্শন করেন এবং প্রার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন,
“এই নিয়োগে কোনো ধরনের দালাল বা প্রতারক চক্রের প্রভাব নেই এবং থাকবে না। চাকরি পেতে চাইলে তোমাদের নিজের মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ওপরই নির্ভর করতে হবে। আমরা দৃঢ়ভাবে নিশ্চিত করছি, এই নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ এবং মেধানির্ভর।”

শারীরিক যাচাই কার্যক্রমে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আতিকুল হক, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রফিকুল ইসলাম, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আনিসুর রহমানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, আগামীকাল (২০ এপ্রিল) অনুষ্ঠিত হবে প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপ—Physical Endurance Test (PET)। এতে প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

মাঠে কাজের গতি, শৃঙ্খলা, নিরাপত্তা ও সুশাসনের যে চিত্র আজ ফুটে উঠেছে, তা নিঃসন্দেহে বাংলাদেশ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

দীঘিনালা ইউএনও’র পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ হাচান আল মামুন দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশিদ-এর পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

মুরাদনগরে আধুনিক অফিস ব্যবস্থাপনা ও বাজেট প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী কবি নজরুল মিলানায়তনে ২১ নম্বর বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত হলো “অফিস ব্যবস্থাপনা ও ইউনিয়ন বাজেট প্রণয়ন”

উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে ৬৫ পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ করেন-ইউএনও

মোঃ মাহফুজুর রহমান মাসুম, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে দেশীয় প্রজাতির মাছ, সামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৬৫ টি জেলে পরিবারের মাঝে

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিদর্শনে ডিসি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের নীলফামারীর ডোমারে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার প্রাক প্রাথমিক

Scroll to Top