হুমায়ুন আব্দুল (বিপ্লব কাজী), ইতালি প্রতিনিধি:
গত শনিবার থেকে সোমবার পর্যন্ত ইতালি ভেনিস শহরে মিলান কনস্যুলেট অফিসের আয়োজনে ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদান করা হয়।
মিলান কনস্যুলেট এর সকল কর্মকর্তা ও সার্বিক সহযোগিতা রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেরীর সামাজিক ব্যক্তির বর্গের অংশগ্রহণ ছিল দেখার মত। সেখানে কনস্যুলেট অফিসের উপস্থিত সকলে আপ্রাণ চেষ্টা করেছেন সঠিক সেবা দিতে।
সেই সাথে কমিউনিটির যারা সহযোগিতা করেছে তাদেরও সেবা প্রদানে ঘাটতি ছিলো না। তবে কনস্যুলেট অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শেষের দিন কিছু মানুষের বিশৃঙ্খলা যা করা হয়েছে সেটা মোটেও কাম্য ছিলোনা। এই ঘটনার পেছনে কাদের ইন্দোন রয়েছে তা খুজে বের করে ব্যাবস্হা গ্রহনের জন্য কনস্যুলেট সেবার সাথে শীর্ষস্হানীয় ব্যক্তিবর্গ বিষয়টা তদন্ত করছে। ভেনিস সহ পার্শবর্তী এলাকার সবাইকে মিলান ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রধান করা হয় প্রায় ২হাজার লোকের সমাগম হয় এই তিনদিনের সেবায়। পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট উত্তোলন, জন্মনিভন্ধন, সহ অন্যান সার্টিফিকেট আবেদন গ্রহণ ও উত্তোলন এর ব্যবস্থা করায় ভেনিস সহ আশেপাশের এলাকার সবাই ধন্যবাদ জানান মিলান কনস্যুলেট জেনেরাল সহ সকল কর্মীদের।