নিজস্ব প্রতিবেদক:
গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা বোমাবর্ষণে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে, কারণ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন।
রোববার (২০ এপ্রিল) আল-জাজিরা ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার দিনভর ইসরাইলি বাহিনী গাজায় বোমাবর্ষণ অব্যাহত রাখে। হামাসের পক্ষ থেকে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় নেতানিয়াহু সংঘাত চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
হামাস জানায়, ইসরাইলি-মার্কিন বন্দি এডান আলেকজান্ডারকে পাহারা দেওয়া একজন প্রহরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বন্দির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫১ হাজার ১৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ১৬ হাজার ৭২৪ জন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময় নিয়ে মতানৈক্যের পর মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও গাজায় বিমান হামলা শুরু করে তারা।
শুধুমাত্র ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় এ পর্যন্ত এক হাজার ৭৮৩ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৪ হাজার ৭০০ জন আহত হয়েছেন।
জাতিসংঘের তথ্যমতে, এই যুদ্ধের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।