২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দীঘিনালায় চেতনা নাশক স্প্রে ছিটিয়ে চুরি

মোঃ হাচান আল মামুন দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় রাতের অন্ধকারে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে পুরো পরিবারকে অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী ইকবাল হোসেন জানান, ‘ ঘরের বেড়ার ছিদ্র দিয়ে ঘরে চেতনানাশক স্প্রে করে পরিবারের সকলকে অচেতন করে ফেলে চোরেরা। পরে বাড়ির পিছনের জানালার কপাট খুলে তারা ঘরে ঢুকে আলমারি থেকে নগদ ৪৭ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণের গহনাসহ মালামাল লুট করে নিয়ে যায়।’

তিনি আরো জানান, ‘বিষয়টি কেউই বুঝতে পারেনি। বাড়িতে কারো সারাশব্দ না পেয়ে প্রতিবেশীরা সকালে আমাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।’

এ বিষয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক ডাঃ ত্রিলোক চাকমা জানান, ‘অচেতন অবস্থায় এই পরিবারের শিশুসহ ০৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শিশু সহ ০৩ (তিন) জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করছি— তাদের সবাইকে চেতনানাশক কোন স্প্রে করে অচেতন করা হয়ে থাকতে পারে।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, বাড়িতে চুরি হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা পেয়ে জরিতদের ধরতে পুলিশ তদন্তকাজ শুরু করেছে এবং তথ্য প্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে।’

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গুরুদাসপুর পর্যটন এলাকা চলনবিলের একমাত্র রাস্তার বেহাল দশা, সংস্কারের জোর দাবি এলাকাবাসীর

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর প্রতিনিধি নাটোর গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের রুহাই গ্রামের প্রায় ১-২ কিলোমিটার দীর্ঘ একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থায় এলাকাবাসী ও পর্যটকরা চরম

দুমকী উপজেলায়, এক বৃদ্ধ মহিলাকে হত্যার অভিযোগ

জাকির হোসেন হাওলাদার, দুমকি প্রতিনিধি : পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, এক বৃদ্ধ মহিলাকে হত্যার অভিযোগ, হত্যাকারি মির মনির আটক করেছে জনতা।এলাকাবাসী ও পুলিশ জানায়, ১৯

জৈন্তাপুরে র‍্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ১

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ সিপিএসসি, সিলেট এর অভিযানে ৩৯৪ বোতল বিদেশি মদ সহ একজনকে গ্রেফতার  করা হয়েছে। 

কালিহাতীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে শাহীন সিদ্দিকী গংদের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

গৌরাঙ্গ বিশ্বাস, কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের পাছ চারান এলাকায় সি.এন.বি রাস্তা থেকে বদরের বাড়ি পর্যন্ত সরকার অনুমোদিত টি.আর প্রকল্পের আওতায় নির্মিত একটি

Scroll to Top