ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
তিন দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ও কাঁথা-বালিশ কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী। রবিবার (২০ এপ্রিল) বিকালে এই কর্মসূচি শুরু করেন তারা। এই সময় তাদের কাঁথা বালিশ নিয়ে অবস্থান করতে দেখা যায়।
জানা যায়, অবস্থানরত দুজন শিক্ষার্থীর পরিচয়:
১.শের আলি( এলএমএল ডিপার্টমেন্ট, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ),
২. ইসমাইল হোসাইন (২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ)
পরবর্তীতে তাদের কর্মসূচিতে আরো সাধারণ শিক্ষার্থী যোগদান করেন। কর্মসূচিতে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক এসোসিয়েশনের অর্গানাইজিং সেক্রেটারি তাকরিম আহমেদ।
অবস্থানরত শিক্ষার্থীদের দাবি তিনটি হলো,
১.৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা, ২. অস্থায়ী ২ টি আবাসিক হল (বানী ভবন ও হাবীবুর রহমান হল নির্মাণ) ৩. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী সপ্তাহের মধ্যে শুরু করতে হবে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, “দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক আপডেট কিংবা তথ্য প্রকাশ করা হয়নি।”
এই বিষয়ে অবস্থানরত শিক্ষার্থী শের আলী বলেন, ‘এই তিন দাবি বাস্তবায়ন করতেই হবে। কোনো আশ্বাস নয়, দৃশ্যমান উন্নয়ন ছাড়া আমি অবস্থান থেকে উঠব না।’
উল্লেখ্য, এর আগেও তিন দাবিতে সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেন শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকল্প সংশ্লিষ্টরা। তবে এরপর দীর্ঘদিন পার হলেও এখনো সরেজমিনে কাজ শুরু করতে পারেনি। সাধারণ শিক্ষার্থীরা এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।