ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় মশাল মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ভবন থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ উদ্যানে প্রদক্ষিণ করে ক্যাম্পাসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার এই মশাল মিছিলের নেতৃত্ব দেন। সমাবেশে সুমন সরদার বলেন, “আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট এর প্রমাণ রয়েছে। সেখানে থাকা ০৪ জন বৈষম্য বিরোধীর ব্যানারে রাজনীতি করেন।”
তিনি আরও জানান, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে। শাস্তি প্রদানের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে।”
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, “আপনি যদি এর বিচার করতে না পারেন, আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা হাসিনাকে হটিয়েছি। আপনি পদক্ষেপ নিতে না পারলে আপনাকেও চেয়ার থেকে নেমে যেতে হবে।”
এই সময় মিছিলে ‘বৈষম্যের খুনীরা’, ‘হুঁশিয়ার সাবধান’, ‘আমার ভাই কবরে’, ‘খুনী কেন বাহিরে’, ‘আমার সোনার বাংলায়’, ‘বৈষম্যের ঠাঁই নাই’, ‘তুমি কে, আমি কে, পারভেজ পারভেজ’ সহ আরো বিভিন্ন স্লোগান দিতে থাকেন অংশগ্রহণকারীরা।
উল্লেখ্য, শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সেখানে।