২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পিরোজপুরে চীনের প্রস্তাবিত হাসপাতাল চেয়ে ডক্টর ইউনুসকে লেবার পার্টির চেয়ারম্যানের চিঠি

নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধি:

খুলনা ও বরিশাল বিভাগের মধ্যবর্তী জেলা পিরোজপুরের কাউখালিতে চীনের ১০০০ শয্যা বিশিষ্ট “চীন-বাংলাদেশ ফেন্ডশীপ হাসপাতাল” নির্মানের স্থান নির্ধারনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

আজ ২০ এপ্রিল (রবিবার) বিগত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পিরোজপুর-২ আসনের ধানের শীষের এমপি প্রার্থী ও লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে প্রেরিত চিঠিটি হস্তান্তর করেন পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান।

চিঠিতে সালাম ও শুভেচ্ছা জানিয়ে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বরিশাল ও খুলনা বিভাগের মধ্যবর্তী এলাকার বৃহৎ জনগোষ্ঠী দীর্ঘদিন যাবৎ সুচিকিৎসা থেকে বঞ্চিত। এ বিভাগের মধ্যবর্তী অঞ্চলে কোন মানসম্পন্ন হাসপাতাল না থাকায় উল্লেখিত এলাকার মানুষ জরুরি চিকিৎসা সেবা গ্রহণের পূর্বেই মৃত্যুবরণ করে।

আমরা বরিশাল ও খুলনা বিভাগের জনগণ দীর্ঘদিন যাবৎ একটি বৃহৎ পরিসরের হাসপাতালের জন্য নানা তৎপরতা চালিয়েও সফলতার মুখ দেখতে পারিনি। বর্তমানে চীন সরকারের অর্থায়নে ৩টি হাসপাতাল নির্মাণের প্রস্তাব আসায় আমরা দক্ষিণের অবহেলিত জনসাধারণ আশার আলো দেখতে পাচ্ছি।

তাই, আপনার নিকট আমরা দক্ষিণাঞ্চলের জনপদের পক্ষে আবেদন করছি যে, ৩টি হাসপাতালের মধ্যে ১০০০ শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ১টি খুলনা ও বরিশালের মধ্যবর্তী স্থান পিরোজপুরের কাউখালী উপজেলায় স্থাপনের লক্ষ্যে স্থান নির্ধারণের ব্যবস্থা করে বাধিত করবেন।

আমরা বিশ্বাস করি, উক্ত এলাকায় নির্ধারণ করে হাসপাতাল স্থাপন করা হলে পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালীসহ খুলনা-বরিশালের বিভাগে জেলা ও উপজেলার বসবাসকারী জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত হবে। এছাড়া দক্ষিণাঞ্চলের কর্মক্ষম জনগোষ্ঠীর চিকিৎসা সেবাসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে শিক্ষিত বেকারত্ব দূরীকরণে সহায়তা হবে। অতএব আমরা, উপর্যুক্ত বিষয়ে আপনার সদয় হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

এক চুইংগামেই একশ থেকে তিন হাজার মাইক্রোপ্লাস্টিক ঢুকছে পেটে!

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি : চুইংগাম দু রকমের হয়। প্রাকৃতিক ও সিনথেটিক। আমরা শিশুদের যে চুইংগাম কিনে দিই, সেগুলো সিনথেটিক। তবে প্রাকৃতিক

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে ডায়ালাইসিস ফ্লোর ও কিডনি প্রতিস্থাপন থিয়েটার উদ্বোধন করলেন সিটি মেয়র

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন, খুলশীতে ১৪ এপ্রিল সোমবার বিকেলে ২৫ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস ফ্লোর ও কিডনি প্রতিস্থাপন অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি

দৌলতখানে দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবায় ডাক্তার মাত্র ২ জন

মোহাম্মদ নয়ন তজুমউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ দৌলতখানে চিকিৎসক সংকটে মুখ থুবড়ে পড়েছে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় জনবলের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত

গুরুদাসপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ন্যায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ (১৫ মার্চ) শনিবার সকাল ৮ ঘটিকায় জাতীয় ভিটামিন

Scroll to Top