২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইসরায়েল, যুক্তরাষ্ট্রের হামলায় গাজা, লেবানন ও ইয়েমেনে নিহত অন্তত ৪৬

নিজস্ব প্রতিবেদক:

গাজা, লেবানন ও ইয়েমেনে সাম্প্রতিক হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় ৩২ জন এবং লেবাননে ২ জন নিহত হন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের একটি বিমান হামলায় ইয়েমেনের একটি বাজারে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় গত ১৮ মাসের ইসরায়েলি অভিযানে ৫১ হাজার ২০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখ ১৬ হাজারের বেশি। তবে গাজা সরকারের গণমাধ্যম অফিসের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে আছেন। ফলে প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, গত মাসে গাজায় ১৫ জন জরুরি স্বাস্থ্যকর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ‘হত্যার প্রমাণ’ মেলেনি। তবে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট এই দাবি প্রত্যাখ্যান করে জাতিসংঘের মাধ্যমে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইয়েমেনের একটি বাজারে বিমান হামলা চালায়, যাতে নিহত হয়েছেন অন্তত ১২ জন বেসামরিক মানুষ। এই হামলা ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের একটি বড় ধরনের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়। ওই ঘটনার পর থেকে ইসরায়েল গাজার বিরুদ্ধে টানা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন– আল কামাল শেখ ওরফে

বাংলাদেশে রেল প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে চালু থাকা প্রায় ৫ হাজার কোটি রুপির রেলওয়ে সংযোগ প্রকল্পে অর্থায়ন ও নির্মাণকাজ স্থগিত করেছে ভারত। ‘শ্রমিকদের নিরাপত্তা’ এবং ‘রাজনৈতিক অস্থিতিশীলতা’র কারণ

সিরিয়া-আজারবাইজান প্রথম বৈঠক: জ্বালানি খাতে নতুন সহযোগিতার সম্ভাবনা

  নিজস্ব প্রতিবেদক: অ্যান্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের পার্শ্ববৈঠকে প্রথমবারের মতো বৈঠকে মিলিত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার তেল ও

‘অবৈধভাবে এক টাকাও নিলে রাজনীতি ছেড়ে দেব’ — চ্যালেঞ্জ হাসনাত আব্দুল্লাহর

নিজস্ব প্রতিবেদক: কারো কাছ থেকে অবৈধভাবে এক টাকা নেওয়ার প্রমাণ মিললে রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

Scroll to Top