নিজস্ব প্রতিবেদক:
গাজা, লেবানন ও ইয়েমেনে সাম্প্রতিক হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় ৩২ জন এবং লেবাননে ২ জন নিহত হন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের একটি বিমান হামলায় ইয়েমেনের একটি বাজারে প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় গত ১৮ মাসের ইসরায়েলি অভিযানে ৫১ হাজার ২০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখ ১৬ হাজারের বেশি। তবে গাজা সরকারের গণমাধ্যম অফিসের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে আছেন। ফলে প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, গত মাসে গাজায় ১৫ জন জরুরি স্বাস্থ্যকর্মী নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ‘হত্যার প্রমাণ’ মেলেনি। তবে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট এই দাবি প্রত্যাখ্যান করে জাতিসংঘের মাধ্যমে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইয়েমেনের একটি বাজারে বিমান হামলা চালায়, যাতে নিহত হয়েছেন অন্তত ১২ জন বেসামরিক মানুষ। এই হামলা ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের একটি বড় ধরনের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়। ওই ঘটনার পর থেকে ইসরায়েল গাজার বিরুদ্ধে টানা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।