২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক কাইয়ুম শেখের উপর সন্ত্রাসী হামলা: তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি

রুবেল ফরাজী, শিবচর প্রতিনিধি: 

মাদারীপুর জেলার শিবচরে সংবাদ প্রচারকে কেন্দ্র করে গ্লোবাল টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কাইয়ুম শেখ এর উপর বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১১টার দিকে শিবচরের পাচ্চর এলাকার চীপাখোলা ব্রিজের উপর কাইয়ুম শেখের উপর একদল সন্ত্রাসী অতর্কিতে হামলা চালায়। সাংবাদিক কাইয়ুম শেখ জানায় এ ঘটনায় নেতৃত্ব দেন শিবচর উপজেলা যুবদলের নেতা রুবেল মুন্সি। তাঁর নেতৃত্বে দুর্বৃত্তরা সাংবাদিক কাইয়ুম শেখকে গুরুতরভাবে আঘাত করে।

ঘটনার খবর পেয়ে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রতন শেখ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং আহত কাইয়ুম শেখকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর রাজৈর উপজেলা শাখা এক বিবৃতিতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। বিবৃতি প্রদান করেন: এস এম ফেরদৌস হোসাইন সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), রাজৈর উপজেলা শাখা।

এই হামলা শুধু একজন সাংবাদিকের উপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা কাইয়ুম শেখের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোরালো আহ্বান জানাচ্ছি—এই ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ জুবায়ের আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি

সরকারি অনুদানপ্রাপ্ত হলেও অচল অবস্থায় সরমহল ফয়জিয়া ইবতেদায়ী মাদরাসা

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ  নলছিটি উপজেলার সরমহল এলাকার সরকারি অনুদানপ্রাপ্ত সরমহল ফয়জিয়া স্বতন্ত্র ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসা কার্যত অচল অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ প্রতিষ্ঠানটি

বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি : সভাপতি মামুন, সম্পাদক মাখন

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধিঃ দেশের সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে কাজ করা সংগঠন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ সাংবাদিক

উজিরপুরে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী আদালতে মামলা

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের বর্তা গ্রামে মা স্টিল কিং এন্ড ইসমাইল এস এস ওয়ার্কশপের মালিক ইব্রাহিমের কাছে

Scroll to Top