মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের বর্তা গ্রামে মা স্টিল কিং এন্ড ইসমাইল এস এস ওয়ার্কশপের মালিক ইব্রাহিমের কাছে সন্ত্রাসীদের চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেছে।
স্থানীয় ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল রাত ৯ টায় স্থানীয় জয়শ্রী গ্রামের মৃত গফুর হাওলাদার পুত্র মোঃ সিরাজুল ইসলাম হাওলাদার (৫২)মৃত আজিজ বেপারীর পুত্র মাহবুব ব্যাপারী (৪০) ও মোঃ এনামুল ব্যাপারীর (৩৫) নেতৃত্বে ৫/৬ জনের একটি দল ব্যবসায়ী মোঃ ইব্রাহিম ফকিরের (৩৫) প্রতিষ্ঠানে এসে তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেন এতে ব্যবসায়ী ইব্রাহিম চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে পরের দিন ১৪ এপ্রিল ব্যবসায়ীর দোকান থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনে গতিরোধ করে আশি হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন।
এ বিষয়ে ব্যবসায়ী ইব্রাহিম জানান, সম্প্রীতি আমি ১৫ লক্ষ টাকার জমি কিনলে সিরাজুল তার দলবল নিয়ে আমাকে তিন লক্ষ টাকা চাদা দাবি করে এবং ক্রয় কৃত জমি বালু দিয়ে ভরাট শুরু করলে বালুভরাটে বাধা প্রদান করে। এ বিষয়ে থানায় যোগাযোগ করলে পুলিশ কোন আইনগত ব্যবস্থা নেননি। পরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি, সি আর মামলা নং ২০১।মামলাটি আদালত পিবিআই কে তদন্তের নির্দেশ দেন। এ বিষয়ে অভিযুক্ত সিরাজুল ইসলামক হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা কোন চাঁদা দাবি করিনি এবং কারো কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণিত ইব্রাহিমের সাথে আমার জমি জমা নিয়ে বিরোধ ছিলো। এ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে শুধুমাত্র।