২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ জুবায়ের আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রির সমমান করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কেন্দীয় কর্মসূচীর অংশ হিসেবে সাধারণ ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে প্রায় দুই ঘন্টা ব্যাপি এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।

এসময় মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সের ইউনিয়ন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আবু রাইহান, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম, সুপ্রিম নার্সিং কলেজের শিক্ষার্থী মো: ফরিদুল ইসলাম হাসানের নেতৃত্বে টাঙ্গাইলের নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ, সুপ্রিম নার্সিং কলেজ, স্বাধীন বাংলা নার্সিং ইনস্টিটিউট, ব্যুরো নার্সিং ইনস্টিটিউট, ফ্লোরেন্স নার্সিং কলেজ, প্রফেসর সোহরাব উদ্দিন নার্সিং ইনস্টিটিউট, কালিহাতী নার্সিং ইনস্টিটিউট, ভূঞাপুর নার্সিং ইনস্টিটউট, প্রফেসর মিজানুর রহমান নার্সিং কলেজ, মাদার তেরেসা নার্সিং ইনস্টিটিউট ও মধুপুর নার্সিং ইনস্টিটিউট এর শতাধিক ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে একটি কারিকুলাম চালু করেছে, যেটা অযুক্তিক। আমরা সবাই জানি এসএসসির পর চার বছরের ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি করতে হয়। অথচ এইটা হওয়া উচিৎ ছিল ডিগ্রি নার্সিং ও মিডওয়াইফারি। এই নামের কারনে আমরা চাকুরিতে ভুগান্তিতে পরি। আমাদের এই কোর্সকে যদি ডিগ্রি নার্সিং ও মিডওয়াইফারি করা হয় তাহলে চাকুরির ক্ষেত্রে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো।

এ অবস্থায় যতদিন পর্যন্ত ন্যায্য দাবি আদায় না হবে ততদিন অবধি কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষনায় টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীরা কর্মসূচী পালন করবো বলেও মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

শিবচরে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ পারভেজ হত্যার প্রতিবাদে ছাত্রদলের হুঁশিয়ারি

রুবেল ফরাজী, শিবচর প্রতিনিধিঃ  প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজের নির্মম হত্যার প্রতিবাদে শিবচর পৌরসভা, উপজেলা ও সম্মিলিত কলেজ

বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে মোঃ কামাল হোসেন (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের

সাতক্ষীরায় ছয়ঘরিয়া বজ্রপাতে এক মহিলার মৃত্যু

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কুশখালী ছয়ঘরিয়া আকস্মিক বজ্রপাতে এক দিন মজুর মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন মহিলা দিনমজুর । আজ(২১শে এপ্রিল)

দীঘিনালায় বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালার ফ্রি মেডিকেল ক্যাম্পসহ অসুস্থদের মাঝে ওষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বর্ডার গার্ড বাংলাদেশ বাবুছড়া ৭ বিজিবি। সোমবার

Scroll to Top