২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নীলফামারীর দারোয়ানী টেক্সটাইলে চীনের দেওয়া হাসপাতালে স্থাপনের জন্য মানববন্ধন

মোঃ বাদশা প্রমানিক, নীলফামারী প্রতিনিধিঃ

বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনের দেওয়া উপহারের ১০০০ শয্যার হাসপাতাল নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠে স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নীলফামারীর সর্বস্তরের জনতা।

বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর পুষ্টি উপলক্ষে বাংলাদেশক চিকিৎসার ক্ষেত্রে পিছিয়ে থাকায় চীন বাংলাদেশের জনগণের চিকিৎসার জন্য, তিনটি হাসপাতাল উপহার হিসেবে দেয়। এর মধ্যে একটি ঢাকায়, একটি সিলেটে ও একটি তিস্তা প্রকল্পের আশেপাশে স্থাপনের কথা ব্যক্ত করেছে। এ নিয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলার মানুষ তাদের নিজ নিজ জেলায় হাসপাতালটি স্থাপনের জন্য দাবি তুলে। এরই সূত্র ধরে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠের সামনে বিভিন্ন শ্রেনীপেশার হাজার হাজার মানুষ, ৩ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন। এতে চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃব্য দেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, চড়াইখোলা ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, চাপড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন মাস্টার, সংগলশী ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম জিয়া, চড়াইখোলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, নগর দারোয়ানী স্কুল এন্ড কলেজের সভাপতি রায়হানুজ্জামান মোল্লা মিলন বক্তৃতা দেন।

এসময় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানসহ সব দিক থেকে চীনের উপহারের এক হাজার শয্যার হাসপাতালটির জন্য দারোয়ানী টেক্সটাইল মাঠের পতিত সরকারি ভূমিটি উপর্যুক্ত। এটি উত্তরা ইপিজেড থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে অবস্থিত। সৈয়দপুর বিমানবন্দর থেকে এই জমির দূরত্ব মাত্র ১০ মিনিটের এবং দারোয়ানী রেলস্টেশন থেকে মাত্র ৫ মিনিটের পথ। এছাড়াও এটি নীলফামারী-সৈয়দপুর মূল মহাসড়কের পাশেই অবস্থিত। এটি রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে অবস্থিত হওয়ায় উত্তরবঙ্গের সব জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ ও সুবিধাজনক। তাই আমাদের দাবি উত্তরের অবহেলিত জেলা নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মাঠে চীনের উপহারের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি স্থাপন করা হোক।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

শিবচরে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ পারভেজ হত্যার প্রতিবাদে ছাত্রদলের হুঁশিয়ারি

রুবেল ফরাজী, শিবচর প্রতিনিধিঃ  প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজের নির্মম হত্যার প্রতিবাদে শিবচর পৌরসভা, উপজেলা ও সম্মিলিত কলেজ

বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে মোঃ কামাল হোসেন (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের

সাতক্ষীরায় ছয়ঘরিয়া বজ্রপাতে এক মহিলার মৃত্যু

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কুশখালী ছয়ঘরিয়া আকস্মিক বজ্রপাতে এক দিন মজুর মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন মহিলা দিনমজুর । আজ(২১শে এপ্রিল)

দীঘিনালায় বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালার ফ্রি মেডিকেল ক্যাম্পসহ অসুস্থদের মাঝে ওষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বর্ডার গার্ড বাংলাদেশ বাবুছড়া ৭ বিজিবি। সোমবার

Scroll to Top