২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিবচরে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ পারভেজ হত্যার প্রতিবাদে ছাত্রদলের হুঁশিয়ারি

রুবেল ফরাজী, শিবচর প্রতিনিধিঃ 

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজের নির্মম হত্যার প্রতিবাদে শিবচর পৌরসভা, উপজেলা ও সম্মিলিত কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি শিবচর নন্দকুমার ইন্সটিটিউশনের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবচর উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন শিবচর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান সিহাব এবং মাদারীপুর জেলা ছাত্রদলের অন্যতম সদস্য শিপন মোল্লা।

প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিবচর পৌরসভা ছাত্রদলের অন্যতম যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন রিমন, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রদলের অন্যতম যুগ্ম-আহ্বায়ক সাকিবুজজামান সাকিবসহ শিবচরের বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে একের পর এক হত্যাকাণ্ড চলছে। এর বিরুদ্ধে আমরা রাস্তায় থাকতে বাধ্য হয়েছি।”

উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, শিবচরের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক ছাত্রদল নেতাকর্মী এই বিক্ষোভ ও প্রতিবাদে অংশগ্রহণ করেন। ছাত্রদল নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, “হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রহনপুর রেলস্টেশনে পার্কিং নির্মাণ নিয়ে অনিশ্চয়তা

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে পার্কিং নির্মাণের উদ্যোগ অনিশ্চিত হয়ে পড়েছে। গত ৮ মাস আগে পার্কিয়ের জন্য  উচ্ছেদকৃত জায়গা পুনর্দখল  হয়ে যাওয়ায় এ

বালিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে মোঃ কামাল হোসেন (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের

সাতক্ষীরায় ছয়ঘরিয়া বজ্রপাতে এক মহিলার মৃত্যু

শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কুশখালী ছয়ঘরিয়া আকস্মিক বজ্রপাতে এক দিন মজুর মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন মহিলা দিনমজুর । আজ(২১শে এপ্রিল)

দীঘিনালায় বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালার ফ্রি মেডিকেল ক্যাম্পসহ অসুস্থদের মাঝে ওষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বর্ডার গার্ড বাংলাদেশ বাবুছড়া ৭ বিজিবি। সোমবার

Scroll to Top