রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের ধরলা নদীতে ডুবে এরফান আলী নামের ১২ নামের এক শিশুর মৃত্যু হযেছে। রোববার(২০ এপ্রিল) বিকেলে ধরলা নদীর চর থেকে ব্যাপারটারী যাওয়ার পথে ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে ও পুলিশ সূত্রে জানাগেছে, শিশু এরফান শনিবার দুপুরে ধরলা নদী চর থেকে ব্যাপারীটারি যাওয়ার পথে হারিয়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও যখন পাওয়া যাচ্ছিল না তখন পরিবারের লোকজন হতাশ হয়ে পরেন।
এদিকে রোববার সকালে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের খাড়ুয়া ঘাট এলাকায় নদীতে এরফানের মরদেহ ভেসে উঠেছে বলে লোক মুখে জানতে পারেন স্বজনরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন ।
নিহত শিশু এরফান লালমনিরহাট সদর উপজেলার কর্ণপুর এলাকার সুজাত হোসেন দুলুর ছেলে। এ ব্যপারে লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদনূরনবী সঙ্গে মুঠোফোন আলোচনা হলে তিনি আমার বাংলাদেশ সাংবাদিক কে বিষয় নিশ্চিত করে বলেন,এঘটনায় একটি ইউ,ডি মামলা হয়েছে। শিশু এরফান মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মৃতদেহ তার পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে।