২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পারভেজ হত্যা: ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ইউনিভার্সিটি অব স্কলার্স তাদের দুই নারী শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পারভেজের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী এবং ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন। এর আগেই সোমবার (২১ এপ্রিল) তাদের বহিষ্কারের চিঠি ইস্যু করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ঐশী ও টিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

রেজিস্ট্রার মোবাশ্বের আলী খন্দকার বলেন, “প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় আমাদের কাছে একটি চিঠির মাধ্যমে দুই ছাত্রী সম্পর্কে জানতে চায়। এরপরই আমরা প্রাথমিক তদন্তের ভিত্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি।”

তদন্ত চলাকালে প্রক্টোরিয়াল কমিটির সদস্যরা অভিযুক্ত দুই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। ফলে তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশি প্রতিবেদন বা চূড়ান্ত তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাদের ছাত্রত্ব স্থগিত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত প্রক্রিয়ায় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করে ইউনিভার্সিটি অব স্কলার্স।

প্রসঙ্গত, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. রায়হানা বেগম জানিয়েছেন, হত্যাকাণ্ড তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং নিহত পারভেজের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ আমলের সাবেক পাঁচ এমপির ওপর ডিম নিক্ষেপ, গাজীপুরে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ সরকারের আমলের পাঁচ সাবেক সংসদ সদস্যের ওপর ডিম নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ জনতা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কুয়েট উপাচার্যের অপসারণ দাবিতে ৩২ শিক্ষার্থীর আমরণ অনশন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের অপসারণ দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ৩২ জন শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা

গাজায় ফের ইসরাইলি হামলায় ৩৯ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৫১ হাজার

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬২ জন। এর ফলে

শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের এনআইডি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন

Scroll to Top