২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল, সম্পাদক মাহমুদ

আদিব হাসান প্রান্ত, সিকৃবি প্রতিনিধিঃ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (সিকৃবিসাস) নয় সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে দৈনিক দেশ রূপান্তর’র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়( সিকৃবি) প্রতিনিধি এস এম রায়হানুল নবী ও সাধারণ সম্পাদক পদে এডুকেশন টাইমস’র প্রতিনিধি মাহমুদুর রহমান নির্বাচিত হয়েছেন। আগামী ২০২৪-২৫ সেশনের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল ) দুপুরে সিকৃবি টিএসসিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের কার্যালয়ে পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার ও জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের একাধিক প্রার্থী না থাকায় ৯ টি(নয়) পদের সবকটিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
দপ্তর সম্পাদক: মো: মাসুদুর রহমান খোন্দকার,অর্থ সম্পাদক: আইনুল হক,
নির্বাহী সদস্য: আদিব হাসান প্রান্ত।এছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন—
মোঃ মোবাশশির রহমান, মোঃ আল আমিন বাপ্পী, তামীম জামান এবং কামরুজ্জামান সজীব।
সিকৃবিসাস’র নবনির্বাচিত সভাপতি এস এম রায়হানুল নবী বলেন,সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য এক গৌরবময় দায়িত্ব ও চ্যালেঞ্জ।এই পদকে আমি শুধু সম্মান নয়, একটি নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি।
সত্য, ন্যায় ও জনকল্যাণের পক্ষে আমাদের কলম চলবে—নির্ভীকভাবে, অবিচলভাবে।
পরিবর্তিত বাংলাদেশের প্রেক্ষাপটে যে সীমাবদ্ধতা ছিলো তা কাটিয়ে উঠে নতুনভাবে শুরু করতে পারবে।কমিটির সকলেই বস্তুনিষ্ট সংবাদ প্রচারে সাহসী ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি।’
ধন্যবাদ জানাচ্ছি তাদের যারা গত কমিটিতে ছিলেন।

সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বলেন,
সংবাদপত্রকে সমাজের আয়না বা দর্পন বলা হলেও বিগত ১৬ বছর তার প্রতিফলন এ দেশে ঘটেনি।ফ্যাসিবাদ কায়েম হয়েছিল মিথ্যা ও চাটুকার যুক্ত সাংবাদিকতার জন্য।প্রায় সকল ক্যাম্পাসের সাংবাদিকতায় ছিল স্বৈরাচার গোষ্ঠীর প্রভাব।
সত্য সংবাদ প্রকাশে সাংবাদিকদের ওপর এসেছে নানা হুমকি ও জুলুম।
চব্বিশের স্বাধীনতা পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা সৎ ও নিরপেক্ষ সাংবাদিক হবার অঙ্গীকারবদ্ধ।বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের মাঝে আমাদের ক্যাম্পাসকে উপস্থাপন করতে চাই।

সর্বোপরি আমার এই দায়িত্বের জন্য যাদের সহযোগিতা ছিল তাঁদের প্রতি অনেক কৃতজ্ঞতা ও নব কমিটির সকলকে জানাই অভিনন্দন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কৃষিবিদদের চাকরিক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনে বাকৃবিতে শিক্ষকদের কমিটি গঠন

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি : কৃষিবিদদের সাথে কৃষি ডিপ্লোমাধারীদের চাকরিক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য প্রয়োজনীয় কার্যব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষকদের

কুয়েট উপাচার্যের অপসারণ দাবিতে ৩২ শিক্ষার্থীর আমরণ অনশন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের অপসারণ দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ৩২ জন শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা

রাজশাহীতে ডিপ্লোমা নাসিং কোর্সকে ডিগ্রি করার দাবি

মো: ইসমাইল হোসেন রাজশাহী প্রতিনিধি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ,

ক্যাম্পাসে কাঁথা-বালিশ কর্মসূচি ঘোষণা জবি শিক্ষার্থীদের

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের দাবি ও সমস্যার সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এবারে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (২১

Scroll to Top