শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মাছ ধরার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্ৰামে মাছ ধরার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে চাচা বাবুল এবং তার ছেলে মনির মিয়াসহ পরিবারের লোকজন ফারুক মিয়ার ছেলে মোকারিম (১৬) এর উপর হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত মোকারিম কে দ্রুত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহরের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ তার মৃত্যু হয়। নিহত মোকারিমের আপন আরেক চাচা হারুন মিয়া জানান, মাছ ধরা নিয়ে ঝগড়া হয় তারপর বাবুল ও তার ছেলে মনির ধারালো ছুরি দিয়ে আঘাত করে মোকারম কে হত্যা করেছে। আমি ফেরাতে গিয়ে আহত হয়েছি। আমরা হত্যাকারী বাবা-ছেলের উপযুক্ত শাস্তি চাই।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের মুঠোফোনে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দিয়ে নিহতের লাশ উদ্ধার করে, মর্গে পাঠানো করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।