দূর্গেশ সরকার বাপ্পী, গোয়াইনঘাট( সিলেট) প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন ইউনিয়নে নবনির্মিত পিআইও সেতু কালভার্ট পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের
১৫ মি: দৈর্ঘ্য সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের পরিচালক (যুগ্ন সচিব),মোঃ শফিকুল ইসলাম। তিনি (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে ফতেপুর-এয়ারপোর্ট রাস্তা হতে মহিষখেড় স:প্রা: বিদ্যালয় গামী রাস্তায় বড়ছড়া খালের উপর নবনির্মিত ব্রীজ, ডৌবাড়ী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা গঙ্গা রাম দাসের বাড়ি হতে কামাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী রাস্তায় তেলী খালের উপর নবনির্মিত ব্রীজ। পূর্ব আলীরগাঁও ইউনিয়নে সারি গোয়াইনঘাট রাস্তা হতে বল্লা কুটেরঘাট রাস্তায় বড়ভাংগার উপর নবনির্মিত ব্রীজ এবং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে হাতিরপাড়া মানিকগঞ্জ রাস্তা হইতে চিতামইন গামী রাস্তায় ভাংগার উপর নবনির্মিত ব্রীজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে সেতু কালভার্ট প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব),মোঃ শফিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সর্বাধিক ঝুঁকিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষ করে বাংলাদেশের মোট আয়তনের প্রায় ৭০ শতাংশ বন্যাপ্রবণ এলাকা। দুর্যোগকালীন প্রস্তুতি, পুনরুদ্ধার, পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির অন্যতম শর্ত হচ্ছে গ্রামীণ রাস্তার গ্যাপে সেতু বা কালভার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগব্যবস্থা উন্নত করা। ইতঃপূর্বে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় যেসব রাস্তা নির্মিত হয়েছে, সেসব রাস্তা নির্মাণের সময় পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত সেতু বা কালভার্ট নির্মাণ না করার ফলে স্বাভাবিক পানিপ্রবাহে বাধার সৃষ্টি হয়। জলাবদ্ধতা সৃষ্টিসহ প্রতি বছর বন্যার প্রকোপ বাড়িয়ে কৃষি ফসলের ক্ষতিসাধন করে। ফলে গ্রামীণ জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
সুতরাং গ্রামীণ জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রেখে বর্তমানে পিআইও সেতু কালভার্ট নির্মাণ করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলার ৪ টি সেতু কালভার্ট পরিদর্শনের বিষয়ে তিনি বলেন কাজ অত্যন্ত সন্তোষজনক হয়েছে। সেতুর উভয় পার্শ্ব দ্রুত মাটি দিয়ে ভরাটের পরামর্শ দেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৫ মি: দৈর্ঘ্য পর্যন্ত সেতু কালভার্ট নির্মাণ প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস বুলবুল, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন শীর্ষেন্দু পুরকায়স্থ, গোয়াইনঘাট উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার।