২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে পিআইও সেতু কালভার্ট পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব),মোঃ শফিকুল ইসলাম

দূর্গেশ সরকার বাপ্পী, গোয়াইনঘাট( সিলেট) প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন ইউনিয়নে নবনির্মিত পিআইও সেতু কালভার্ট পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের
১৫ মি: দৈর্ঘ্য সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের পরিচালক (যুগ্ন সচিব),মোঃ শফিকুল ইসলাম। তিনি (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে ফতেপুর-এয়ারপোর্ট রাস্তা হতে মহিষখেড় স:প্রা: বিদ্যালয় গামী রাস্তায় বড়ছড়া খালের উপর নবনির্মিত ব্রীজ, ডৌবাড়ী ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা গঙ্গা রাম দাসের বাড়ি হতে কামাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী রাস্তায় তেলী খালের উপর নবনির্মিত ব্রীজ। পূর্ব আলীরগাঁও ইউনিয়নে সারি গোয়াইনঘাট রাস্তা হতে বল্লা কুটেরঘাট রাস্তায় বড়ভাংগার উপর নবনির্মিত ব্রীজ এবং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে হাতিরপাড়া মানিকগঞ্জ রাস্তা হইতে চিতামইন গামী রাস্তায় ভাংগার উপর নবনির্মিত ব্রীজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে সেতু কালভার্ট প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব),মোঃ শফিকুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সর্বাধিক ঝুঁকিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষ করে বাংলাদেশের মোট আয়তনের প্রায় ৭০ শতাংশ বন্যাপ্রবণ এলাকা। দুর্যোগকালীন প্রস্তুতি, পুনরুদ্ধার, পুনর্বাসন ও পুনর্গঠন কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির অন্যতম শর্ত হচ্ছে গ্রামীণ রাস্তার গ্যাপে সেতু বা কালভার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগব্যবস্থা উন্নত করা। ইতঃপূর্বে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় যেসব রাস্তা নির্মিত হয়েছে, সেসব রাস্তা নির্মাণের সময় পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত সেতু বা কালভার্ট নির্মাণ না করার ফলে স্বাভাবিক পানিপ্রবাহে বাধার সৃষ্টি হয়। জলাবদ্ধতা সৃষ্টিসহ প্রতি বছর বন্যার প্রকোপ বাড়িয়ে কৃষি ফসলের ক্ষতিসাধন করে। ফলে গ্রামীণ জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

সুতরাং গ্রামীণ জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রেখে বর্তমানে পিআইও সেতু কালভার্ট নির্মাণ করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলার ৪ টি সেতু কালভার্ট পরিদর্শনের বিষয়ে তিনি বলেন কাজ অত্যন্ত সন্তোষজনক হয়েছে। সেতুর উভয় পার্শ্ব দ্রুত মাটি দিয়ে ভরাটের পরামর্শ দেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৫ মি: দৈর্ঘ্য পর্যন্ত সেতু কালভার্ট নির্মাণ প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ জাকির হোসেন, সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস বুলবুল, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন শীর্ষেন্দু পুরকায়স্থ, গোয়াইনঘাট উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পাগুরিয়ায় বজ্রপাতে প্রাণ হারালেন দুই সন্তানের জনক কৃষক মিলাদ

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের ভাইদিঘি হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মিলাদ মিয়া (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার

ভাঙ্গুড়ায় প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

খালিদ হোসেন হৃদয়, পাবনা প্রতিনিধিঃ পাবনা ভাঙ্গুড়ায় ২০২৪-২০২৫ অর্থবছরের গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা- নগদ অর্থ) কর্মসূচি ও গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর নগদ অর্থ)কর্মসূচির সভাপতি

বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার অভিযান ৩ প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা আদায়

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে বালিয়াকান্দী উপজেলার বিভিন্ন বাজারে তদারকি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন

ভেলুমিয়ায় জমিজমাকে কেন্দ্র করে মা-মেয়েকে এলোপাথাড়ি মারধর

মোহাম্মদ নয়ন, ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড কুঞ্জপট্টি জমিজমাকে কেন্দ্র করে রাস্তায় একা পেয়ে মা-মেয়েকে মারধর রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে

Scroll to Top