২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পাগুরিয়ায় বজ্রপাতে প্রাণ হারালেন দুই সন্তানের জনক কৃষক মিলাদ

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের ভাইদিঘি হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মিলাদ মিয়া (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে ৭ নম্বর ওয়ার্ডের পাগুরিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত মিলাদ মিয়া ওই গ্রামের বাসিন্দা তাজুদ মিয়ার ছেলে। কৃষিকাজই ছিল তার পেশা ও জীবনের মূল অবলম্বন। সকালে মিলাদ তার বাবা ও দুই ভাইয়ের সঙ্গে পাকা বোরো ধান কাটতে মাঠে যান। কাজের একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সকাল ১১টার দিকে হাওরের মাঝখানে বজ্রপাতের শিকার হন মিলাদ মিয়া। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে তার প্রাণ চলে যায়।

ঘটনাস্থলে থাকা তার পিতা ও ভাইয়েরা অক্ষত থাকলেও, এমন মৃত্যুতে তারা হতবিহ্বল হয়ে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শামীম আহমদ। তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

পারিবারিক সূত্রে জানা গেছে, মিলাদ মিয়া ছিলেন পাঁচ ভাই ও এক বোনের মধ্যে একজন। তিনি বিবাহিত এবং দুটি ছোট সন্তানের জনক। হঠাৎ এভাবে প্রাকৃতিক দুর্যোগে প্রিয়জন হারিয়ে তার পরিবার এখন নিঃস্ব ও শোকে কাতর।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

এই ঘটনায় এলাকার মানুষ স্তব্ধ ও শোকাহত। বিশেষজ্ঞরা বলছেন, কৃষিকাজের সময় আবহাওয়া সম্পর্কে সতর্কতা এবং সুরক্ষার ব্যবস্থাই হতে পারে এমন মর্মান্তিক মৃত্যুর একমাত্র প্রতিকার।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে ২ শিক্ষক গ্রেফতার

মোঃ জুবায়ের আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে ২শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সোমবার ডা. এফ.আর খান পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত

গোয়াইনঘাটে পিআইও সেতু কালভার্ট পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব),মোঃ শফিকুল ইসলাম

দূর্গেশ সরকার বাপ্পী, গোয়াইনঘাট( সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন ইউনিয়নে নবনির্মিত পিআইও সেতু কালভার্ট পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১৫ মি: দৈর্ঘ্য সেতু

ভাঙ্গুড়ায় প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

খালিদ হোসেন হৃদয়, পাবনা প্রতিনিধিঃ পাবনা ভাঙ্গুড়ায় ২০২৪-২০২৫ অর্থবছরের গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা- নগদ অর্থ) কর্মসূচি ও গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর নগদ অর্থ)কর্মসূচির সভাপতি

বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার অভিযান ৩ প্রতিষ্ঠানে ১২ হাজার টাকা জরিমানা আদায়

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে বালিয়াকান্দী উপজেলার বিভিন্ন বাজারে তদারকি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন

Scroll to Top