তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের ভাইদিঘি হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মিলাদ মিয়া (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে ৭ নম্বর ওয়ার্ডের পাগুরিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত মিলাদ মিয়া ওই গ্রামের বাসিন্দা তাজুদ মিয়ার ছেলে। কৃষিকাজই ছিল তার পেশা ও জীবনের মূল অবলম্বন। সকালে মিলাদ তার বাবা ও দুই ভাইয়ের সঙ্গে পাকা বোরো ধান কাটতে মাঠে যান। কাজের একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সকাল ১১টার দিকে হাওরের মাঝখানে বজ্রপাতের শিকার হন মিলাদ মিয়া। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে তার প্রাণ চলে যায়।
ঘটনাস্থলে থাকা তার পিতা ও ভাইয়েরা অক্ষত থাকলেও, এমন মৃত্যুতে তারা হতবিহ্বল হয়ে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আখাইলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শামীম আহমদ। তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিলাদ মিয়া ছিলেন পাঁচ ভাই ও এক বোনের মধ্যে একজন। তিনি বিবাহিত এবং দুটি ছোট সন্তানের জনক। হঠাৎ এভাবে প্রাকৃতিক দুর্যোগে প্রিয়জন হারিয়ে তার পরিবার এখন নিঃস্ব ও শোকে কাতর।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
এই ঘটনায় এলাকার মানুষ স্তব্ধ ও শোকাহত। বিশেষজ্ঞরা বলছেন, কৃষিকাজের সময় আবহাওয়া সম্পর্কে সতর্কতা এবং সুরক্ষার ব্যবস্থাই হতে পারে এমন মর্মান্তিক মৃত্যুর একমাত্র প্রতিকার।