২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রাইম এশিয়ার পারভেজ হত্যা: কুমিল্লা থেকে এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তিতাস থানার পুলিশ ও কুমিল্লা র‌্যাব-১১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

হৃদয় মিয়াজী তিতাস উপজেলার দূরলব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবেও পরিচিত। তাকে মনাইরকান্দি গ্রামে তার মামা হারুন অর রশিদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কুমিল্লা র‌্যাব-১১ এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যাহ।

ঘটনার পেছনের বিবরণ:
গত শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়েছিল।

তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পরই ৩০-৪০ জনের একটি দল পারভেজকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ এবং আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

এ হত্যাকাণ্ড ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ আমলের সাবেক পাঁচ এমপির ওপর ডিম নিক্ষেপ, গাজীপুরে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ সরকারের আমলের পাঁচ সাবেক সংসদ সদস্যের ওপর ডিম নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ জনতা। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কুয়েট উপাচার্যের অপসারণ দাবিতে ৩২ শিক্ষার্থীর আমরণ অনশন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের অপসারণ দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ৩২ জন শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা

পারভেজ হত্যা: ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ইউনিভার্সিটি অব স্কলার্স তাদের দুই নারী শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পারভেজের

গাজায় ফের ইসরাইলি হামলায় ৩৯ ফিলিস্তিনি নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৫১ হাজার

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬২ জন। এর ফলে

Scroll to Top