মো: জুবায়ের আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি:
আওয়ামী সৈরাচারের দোসর ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান সহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলার ঘাটাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪ টায় ঘাটাইল প্রেস ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চান, দৈনিক আমার দেশের ঘাটাইল উপজেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম শিহাব,আমার দেশের গোপালপুর উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন খান এশিয়ান টিভির টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুল লতিফ, আমার দেশ পাঠক মেলা ঘাটাইল উপজেলার পক্ষে শফিকুল ইসলাম, শিক্ষক খন্দকার হেলাল উদ্দিন প্রমূখ।
বক্তারা অবিলম্বে এ মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্র নূলক মামলা প্রত্যাহারের দাবী জানায়