তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:
আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখে চলা শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম চলতি বছরের মার্চ মাসে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন।
আজ সিলেট রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়। সভায় ওসি মোঃ আমিনুল ইসলামের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপারগণসহ রেঞ্জের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ওসি মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার টিম বিগত মাসে অপরাধ দমন, মাদক বিরোধী অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। তাঁর কার্যকর নেতৃত্ব, সময়োপযোগী উদ্যোগ ও নিষ্ঠার ফলেই এই স্বীকৃতি অর্জিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পুলিশ বাহিনীর জন্য এটি শুধু একটি প্রাপ্তিই নয়, বরং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতিরও একটি গর্বিত প্রতিচ্ছবি। এ ধরনের সম্মাননা ভবিষ্যতে আরও কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহিত করবে বলেও সভায় মত প্রকাশ করা হয়।