নিজস্ব প্রতিবেদক:
ইউক্রেনে ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধের পর রাশিয়ার দখলে নেওয়া প্রায় সব অঞ্চলকে অনানুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে জানিয়েছে, ওয়াশিংটন গত সপ্তাহে এই প্রস্তাব ইউক্রেনের কাছে উপস্থাপন করে এবং ইউক্রেনের প্রতিক্রিয়া বুধবারের মধ্যে প্রত্যাশা করছে।
প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের পর থেকে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। পাশাপাশি রাশিয়ার দখলে থাকা খারকিভ অঞ্চলের একটি ছোট অংশ ইউক্রেনকে ফিরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। এছাড়া জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ইউক্রেনীয় ভূখণ্ড হিসেবে গণ্য করা হলেও সেটির নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে এবং উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে ইউক্রেন ও রাশিয়া—দু’দেশেই।
বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব ইউক্রেনের জন্য একটি কঠিন সিদ্ধান্ত তৈরি করেছে। একদিকে যুদ্ধ বন্ধের সম্ভাবনা থাকলেও, অন্যদিকে এটি রাশিয়ার আগ্রাসনকে কার্যত বৈধতা দেওয়ার শামিল হতে পারে। ইউক্রেনের সরকার ও জনগণের মধ্যে এই ধরনের স্বীকৃতি মেনে নেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
রাশিয়া এখনো প্রস্তাবটি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, রাশিয়ার পক্ষ থেকে এটিকে একটি কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচনা করা হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন যদি প্রস্তাবটিতে সম্মতি দেয়, তবে সেটি যুদ্ধের গতিপথ ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে পারে।