ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাবের আয়োজনে “ক্যারিয়ার টক উইথ করপোরেট এক্সপার্টস” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, “সাধারনত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা কৌশলগত দিকনির্ধারণে সবসময় অন্যদের চেয়ে বেশ এগিয়ে থাকে।”
মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের (বিবিএ ভবন) মার্কেটিং বিভাগে রুম ৫১৩ নং কক্ষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এই ধরনের প্রোগ্রাম অত্যন্ত সহায়ক। সাধারণত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা কৌশলগত দিকনির্ধারণে সবসময় এগিয়ে থাকে।”
বিভাগের অ্যালামনাই করপোরেট এক্সপার্টরা এগিয়ে এলে শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা পাবেন বলে মনে করেন তিনি।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাহাদি হাসান জুয়েল স্বাগত বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে কর্পোরেট এক্সপার্ট হিসেবে কর্মরত বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সাথে ক্যারিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময় করেন। এই সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।