মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শিবগঞ্জ উপজেলা মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে দেখা গেলো চরম উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর খেলার আনন্দে ভরা এক বিকেল। তবে দিনের সব আলো কেড়ে নিলো উপজেলা প্রশাসনের দল, যারা গণমাধ্যম কর্মীদের বিপক্ষে তুলে নিলো ৭-০ গোলের এক দাপুটে জয়!
খেলার শুরু থেকেই প্রশাসনের দল মাঠে ছিল চাঙা। পাসিং, ড্রিবলিং, ফিনিশিং—সবকিছুতেই তারা ছিলেন অনন্য। প্রথমার্ধেই তারা এগিয়ে যায় ৪-০ গোলে।
দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে পুরো ম্যাচটিই নিজেদের দখলে নিয়ে নেয়। দর্শকরা একের পর এক গোল দেখে আনন্দে উল্লাসে ফেটে পড়েন।
অন্যদিকে, গণমাধ্যম কর্মীরাও পিছিয়ে ছিলেন না আত্মবিশ্বাসে। তারা মাঠে ছিলেন প্রাণপণে লড়াকু, তবে ভাগ্য যেন সেদিন সহায় ছিল না। একাধিকবার বল নিয়ে উঠলেও গোলপোস্টের মুখ খুঁজে পায়নি।
তবে তারা ম্যাচ শেষে হাসিমুখেই বললেন—”আজ হারলেও, খবরটা তো আমরাই করবো!”
খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ পরস্পরকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও এমন সৌহার্দ্যপূর্ণ আয়োজন চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন।
মাঠজুড়ে তখনও ছিলো খেলা-পাগল দর্শকদের উৎসাহ আর দুই দলের খেলোয়াড়দের আন্তরিকতা।
এই প্রীতি ম্যাচ শুধুই একটি খেলা নয়, ছিল প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার এক আনন্দঘন উপলক্ষ।