মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মবসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নে বিপুল ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ রুকন উদ্দিনের বিরুদ্ধে কারীগঞ্জ বাজার এলাকার জনৈক সুমন পাল কর্তৃক জমি দখলের মিথ্যা অভিযোগ দায়ের ও কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে বুধবার (২৩ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ বাজার ময়দানে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এক মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের নারী- পুরুষ সহ ঐ এলাকার সাধারণ মানুষ যোগদান করেন। মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উল্লেখ করেন কালীগঞ্জ বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান রুকন উদ্দিনের পৈত্রিক সম্পত্তি ২ একর ২২শতাংশ ভূমি রয়েছে। অপরদিকে সুমন পালের পৈত্রিক সম্পত্তি ৪ শতাংশ এর মাঝে সুমন পালের ৬ ভাইয়ের মাঝে ৫ ভাইয়ের অংশ ইতি পূর্বে তার চাচা ভবেশ চন্দ্র পালের নিকট বিক্রি করে দেয়।
বর্তমানে সুমন পালের নিজের জমি ০.৭৫ পয়েন্ট অর্থ্যাৎ ১ শতাংশ ভূমিও তার নাই। উক্ত জায়গা তার দখলে বিদ্যমান রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে (ছোটকাল থেকে) ময়মনসিংহ শহরে অবস্থান করে। উক্ত সুমন পাল সম্পূর্ন ঘড়যন্ত্রমূলক ভাবে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ রুকন উদ্দিনের জনপ্রিয়তা ও সুনাম ক্ষুন্ন করার জন্য ফ্যাসিষ্ট রাজগাতী ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান পাভেল, ছাত্রলীগ নেতা রাকিব ও ফ্যাসিষ্ট মুশুলী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রতন মিয়াকে সাথে নিয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানহানি করেছে।
মানববন্ধনে যোগদানকারী হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ সহ কয়েকশত জনতা ফ্যাসিষ্ট সুমন পাল সহ তার সহযোগিদের বিচার দাবী করে অবিলম্বে তাদের গ্রেফতার করার জোরদাবী জানান। মানববন্ধন শেষে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রুকন উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় জেলা ও উপজেলায় কর্মকত ২১জন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। পরে কালীগঞ্জ বাজারে সুমন পালকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রুকন উদ্দিন বলেন, ‘সম্প্রতি বিভিন্ন বেশ কিছু পত্রপত্রিকায় আমার বিরুদ্ধে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ তুলে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় করে স্বার্থ হাসিলের জন্য ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ফ্যাসিষ্ট নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের জমি দখলের মিথ্যা অভিযোগ করিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন। প্রকাশিত ভিত্তিহীন সংবাদের আমি প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে আমি কারও জমি দখল করিনি। বিএনপির রাজনীতি করায় একটি মহল আমার ব্যক্তিগত সুনাম ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে।’ যে সংবাদের কোনো ভিত্তি নেই।