নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী চারজন প্রাথমিক সদস্য ফরম পূরণ করে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।
জানা গেছে, চলমান সদস্য সংগ্রহ অভিযান (১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল) এর আওতায় তারা ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগ দেন। সদস্য পদ গ্রহণকারীরা হলেন—পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামের স্কুলশিক্ষক পলাশ কান্তি মন্ডল (৪৭), ইন্দুরকানী গ্রামের রবিন ডাকুয়া (৩৫), রতন বিশ্বাস (৪২) ও কালাইয়া গ্রামের বিমল ব্যাপারী (৫০)।
এর আগে বুধবার সন্ধ্যায় ইন্দুরকানী সদর ইউনিয়ন শাখার আয়োজনে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন, সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, ইউনিয়ন আমির মাওলানা খায়রুল বাশার, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আহাদুজ্জামান নাঈম এবং ছাত্রশিবির ইন্দুরকানী উপজেলার সভাপতি আশরাফুল ইসলাম।
গণসংযোগ চলাকালে হিন্দু সম্প্রদায়ের চার ব্যক্তি মাসুদ সাঈদীর উপস্থিতিতে ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। একইসঙ্গে প্রায় শতাধিক সহযোগী সদস্যও সংগ্রহ করা হয়। বিকাল থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান শেষ হয় রাত ৮টায়।