আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি
ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম রিপন। গত ২০ এপ্রিল চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলীর স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
পরবর্তী ছয় মাসের জন্য গঠিত এই এডহক কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারেক সদস্য সচিবের দায়িত্বে থাকবেন। অন্য সদস্যরা হলেন, জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি মো. দিদারুল আলম চৌধুরী এবং উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি মো. জয়নাল আবেদীন।
উল্লেখ্য, নুরুল ইসলাম রিপন জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহসভাপতি, তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্রের সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও পেশাদার সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।