২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে বান্দরবান সেনা জোনের অনন্য উদ্যোগ

ওসমান গনি, বান্দরবান প্রতিনিধি

পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ও জনসাধারণকে পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধ করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে সম্প্রতি একটি বিস্তৃত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়। “পরিচ্ছন্নতা শুরু হোক নিজে থেকে”—এই মূল স্লোগানকে ধারণ করে সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় স্বেচ্ছাসেবক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ জনগণের সাথে একত্রে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।

কর্মসূচির আওতায় কানা পাড়া গোল্ডেন টেম্পল মন্দির হতে মেঘলা পর্যটন কেন্দ্র পর্যন্ত সড়ক ও আশপাশের এলাকাগুলো ময়লা-আবর্জনামুক্ত করা হয়। এছাড়াও বাজার এলাকা, বিদ্যালয় প্রাঙ্গণ ও পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রচারণায় পরিবেশ রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, উপ-অধিনায়ক, বান্দরবান সেনা জোন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:
“পরিচ্ছন্নতা শুধু একজনের দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ স্থান পরিচ্ছন্ন রাখা। আমাদের আজকের এই উদ্যোগের মাধ্যমে আমরা সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি। বান্দরবান সেনা জোন সবসময় দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে পাশে ছিল, আছে এবং থাকবে।”

এই মহতী উদ্যোগে স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকলে মিলে একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করেন, যা এলাকায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

“পরিচ্ছন্ন শহর, সচেতন জনগণ—এই হোক আমাদের অঙ্গীকার।”

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নাজিরপুরে সরকারি পুকুর পাড় ভাঙ্গনে চরম ভোগান্তি এলাকাবাসীর: স্থায়ী সমাধানে উদ্যোগ ইউএনও’র

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মাঝপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি পুকুর পাড় ভাঙনের কারণে চরম ভোগান্তিতে ছিলেন পাশ্ববর্তী এলাকার

জৈন্তাপুর বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলা খাদ্য গুদাম (এলএসডি)’তে সরকারি ভাবে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর

তনিয়া আক্তার, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের মাঝে দ্বি-পাক্ষিক এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর

ভোলায় চাকরী স্থায়ীকরণের দাবিতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়ন বিক্ষোভ

মোহাম্মদ নয়ন, ভোলা প্রতিনিধিঃ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরন, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির দাবিতে ভোলায় বিক্ষোভ করেছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিয়নের সদস্যরা। বুধবার (২৪এপ্রিল) সকালে ভোলা শহরের

Scroll to Top