জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর প্রতিনিধিঃ
জৈন্তাপুর উপজেলা খাদ্য গুদাম (এলএসডি)’তে সরকারি ভাবে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরে সরকারি পর্যায়ে বোরো ধান ক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৩ টায় জৈন্তাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসে ধানক্রয় কার্যক্রমের উদ্বোধন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রঞ্জন চক্রবর্তী, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর খাদ্য গুদামের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক আব্দুস সাত্তার, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম খান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল ও সমাজসেবী মুহিব আলী।
এতে উপজেলা নিবার্হী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারি এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে এবং কৃষকেরা লাভবান হবেন।
উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে সরকারি ঘোষিত মূল্যে ধান সংগ্রহ কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত হবে।