মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দেশ নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারেরলক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জনসভায় জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রঞ্জু সরদারের সভাপতিত্বে ও মোঃ জাহিদুল ইসলামের সঞ্চালনায় ও হাফেজ রফিকুল ইসলামের কোরআন তেলাওয়াতে মধ্যদিয়ে প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন, সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার মশিউল আযম চুন্নু, কালুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আইনুল হাবিব, বিএনপি নেতা মিজানুর রহমান বিল্লাল, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি তৌফিক এলাহী, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ মহসিন খান,মোঃ মাসুদুর রহমান, মিজানুর রহমান লিখন, আনোয়ার খান রুপ্ত, মুস্তাফিজুর রহমান ইতু, আব্দু রশিদ মাষ্টার, জাহাঙ্গীর হোসেন, মোঃ শহিদুল ইসলাম, সভাপতি মীর মনিরুজ্জামান বাবু
প্রমুখ।
বক্তাগণ বলেন, ৩১ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই। যেটি মানুষ প্রত্যাশা করে। এই পরিবর্তন কোন যাদু বা ম্যাজিক নয় যে, বলবো আর হয়ে যাবে। এজন্য জনগনের আস্থা ধরে রাখার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে। আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তাই আমাদের ভাবনায় শুধুই জনগন, জনগন আর জনগন। শুধু তাই নয়, আগামীর রাষ্ট্র নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর দেশনায়ক তারেক রহমানের এই ৩১ দফা বাস্তবয়নের মাধ্যমে আমরা সকল জুলুম নির্যাতনের প্রতিশোধ নেব। মানুষের পাশে থেকে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।
আমি প্রতিবারই বলেছি সামনের পথ মোটেও মসৃন নয়। বিএনপি’র বিরুদ্ধে দেশী বিদেশী ষড়যন্ত্র করা হচ্ছে। এ সকল ষড়যন্ত্র মোবাবেলা করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে দলের নেতাকর্মীদের এক থাকতে হবে। বিএনপি’র লাখ লাখ নেতাকর্মীকে এখন থেকেই এবিষয়ে সবধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও গত ১৬ বছর আওয়ামী লীগ শাসনামলের সকল গুম খুনের শিকার ভুক্তভোগী পরিবারের উদ্দেশ্যে তারা বলেন, যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন বিএনপি ক্ষমতায় এলে তাঁদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হবে। তালিকা করে শহীদ ও আহতদের খোঁজখবর নেওয়া হবে। আমরা বিগত দিনগুলোতে দলীয় ভাবে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছি। ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় ভাবে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নিজ নিজ এলাকার সরকারি স্থাপনার নামকরণ করা হবে।
বৃহস্পতিবার বিকালে জামালপুর ইউনিয়নের স্থাণীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কেন্দ্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে জনসভাটিতে বক্তাগণ এসব কথা বলেন। এসময় বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।