২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার: ৫৯ বিজিবির চৌকস অভিযানে ককটেল ও পেট্রোল বোমা জব্দ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৯ বিজিবির সদস্যরা বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৫) সকালে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চকপাড়া বিওপির টহল দল এই অভিযান পরিচালনা করে।

অভিযানে মোট ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়, যা সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযানের নেতৃত্বে ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে বিজিবির পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। আজ রাত ৮টায় মহানন্দা ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে সাংবাদিকদের সামনে অভিযানের বিস্তারিত তুলে ধরা হবে।

বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

এদিকে স্থানীয়দের মাঝে উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যের ঘটনায় উদ্বেগ দেখা দিলেও বিজিবির এ দ্রুত ও সফল অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পেহেলগাম হামলার জেরে পাকিস্তানের কড়া জবাব, ভারত-পাকিস্তান সম্পর্কের নতুন সংকট

নিজস্ব প্রতিবেদক: পেহেলগাম হামলার জেরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাবে কঠোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এক জরুরি বৈঠকে ভারতীয় নাগরিকদের

শেখ হাসিনার স্বজনদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও ভাতিজার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন

ধান-চাল ক্রয়ে সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং হবে: খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ধান-চাল সংগ্রহে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট নিয়ন্ত্রণে কঠোর বাজার মনিটরিং চালানো হবে বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ারও

কুয়েট ভিসি ও প্রোভিসির পদত্যাগ, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং প্রোভিসি অধ্যাপক এসকে শরীফুল আলম পদত্যাগ করেছেন।

Scroll to Top