শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব, প্রসবকালীন ও প্রসবপরবর্তী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মা সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ইউনিসেফের সার্বিক সহযোগিতায় চর হাজীপুর কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে এ সমাবেশ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান ইসলাম, সহকারী সার্জন ডা.ইয়াসিন হাসিব খান, সিনিয়র স্টাফ নার্স (ইনচার্জ) ফাতেমাতুজ জহুরা, উম্মে কুলসুম, মিডওয়াইফ ইসরাত জাহান সোহানা, এমটিইপিআই সিদ্দিকুর রহমান, হাজীপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ওমর ফারুক, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী,পরিবার পরিকল্পনাঊ পরিদর্শকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় স্থানীয় গর্ভবতী নারীরা অংশগ্রহণ করেন এবং তারা তাদের নানা প্রশ্ন ও অভিজ্ঞতা ভাগ করে নেন।
পাশাপাশি উপস্থিত নারীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ ও খাবার বিতরণ করা হয়। ডা. তানভীর হাসান জিকো বলেন, প্রতিটি গর্ভবতী নারী যেন নিরাপদ ও স্বাস্থ্যসম্মত প্রসবের সুযোগ পান এটাই আমাদের মূল লক্ষ্য। ইউনিসেফের সহায়তায় আমরা এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে পেরেছি