ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল)বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এবং রবিন্দ্র-নজরুল কলা ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলো ১৩১০ জন, তবে পরীক্ষায় অংশ নেয় ১২৬০ জন এবং অনুপস্থিত ছিলো ৫০ জন শিক্ষার্থী।
সর্বমোট উপস্থিতির হার- ৯৬.১৮ শতাংশ।
ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ, র্যাবের টহল দল ও আনসার সদস্য মোতায়েন করা হয়। ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি এবং রোভার স্কাউট গ্রুপ তৎপর ছিল। প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্ণার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। মেইন গেটের সামনে দুই পাশে স্থাপিত ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর স্টলগুলো থেকেও বিভিন্ন সেবা প্রদান করা হয়।
‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ইবি কেন্দ্রের সমন্বয়ক এবং ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন বলেন, “পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। ৯৬.১৮ শতাংশ উপস্থিত ছিলেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের অভিযোগও আসেনি।”
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, পরীক্ষা শৃঙ্খলার মাধ্যমেই পরিচালিত হচ্ছে। প্রতিটি কক্ষে পর্যাপ্ত ইনভিজিলেটর রয়েছেন। ছাত্ররা মোটামুটি ভালো পরীক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ বা কোনো অসংগতি চোখে পড়েনি, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে সার্ভিস ওরিয়েন্টেড, এবং তারা যে ভালোবাসা দিয়ে সকলকে গ্রহণ করতে পারে এটিকে প্রকাশ করতে হবে। আমি অত্যন্ত আনন্দ প্রকাশ করছি যে ছাত্ররা সেই কাজটিই করে যাচ্ছে এবং আমাদের কথা রেখেছে এবং আমি মনে করি এর মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইমেজ বৃদ্ধি পাবে সারা বাংলাদেশে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান,পরীক্ষা অত্যান্ত সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে এবং পরিবেশ অনেক ভালো ছিল।শিক্ষকরা অত্যান্ত সহায়ক ছিল।এছাড়া আমাদের পরীক্ষার সীট খুঁজে পেতে বিএনসিসি সেনা ও নৌ শাখা অনেক সহায়ক ভূমিকা পালন করছে। পরীক্ষার সার্বিক সহযোগিতায় ভূমিকা রাখে বাংলাদেশ ইসলামি ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।
কেন্দ্রের সুশৃঙ্খল পরিবেশ ও সেবামূলক ব্যবস্থাপনায় অভিভাবক ও পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২ মে এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হবে।