মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স বাসিলিকায় আজ প্রবেশ করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, প্রয়াত পোপ ফ্রান্সিসকে শ্রদ্ধা জানাতে। পোপ ফ্রান্সিসের মরদেহ শনিবারের অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে রাখা হয়েছে।
প্রয়াত পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রফেসর ইউনূসের কাজের একজন গভীর অনুরাগী ছিলেন। ইউনূসের ‘তিন শূন্য’ বিশ্ব—শূন্য কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব ও শূন্য দারিদ্র্য—এই ভিশন পোপ ফ্রান্সিসের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। এই দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়নে সহায়তা করতে ভ্যাটিকান ও প্রফেসর ইউনূস যৌথভাবে রোমে “থ্রি জিরো ইনিশিয়েটিভ” চালু করেন।
বিশ্ব মানবতার প্রতি তাঁদের এই অভিন্ন দৃষ্টিভঙ্গি দুই নেতাকে যুক্ত করেছিল এক মহৎ লক্ষ্যে—একটি ন্যায়সঙ্গত, টেকসই ও মানবিক বিশ্ব গঠনের পথে।