মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশ নান্দাইল শাখার আয়োজনে মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে নান্দাইল উপজেলা সদর ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নান্দাইল উপজেলা মসজদি চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল সহ সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহালের দাবী জানায়। এ
ছাড়া ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলাসহ সকল গণহত্যার বিচার সহ ফিলিস্তিনে এবং ভারতে মুসলিম গণহত্যা, নিপীড়ন বন্ধের জোর দাবী জানিয়েছেন। পাশাপাশি আগামী ৩রা মে ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ বাস্তবায়নের জন্য হেফজতের সকল নেতাকর্মী সহ সাধারন জনগণকে অংশগ্রহন করার আহ্বান জানান। এসময় নান্দাইল উপজেলা হেফাজতে ইসলামের সকল নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।