২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কমিটি গঠন : মশিউর রহমান সভাপতি, জেম হোসাইন সাধারণ সম্পাদক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্ঠামণ্ডলীর অনুমতিক্রমে ও পরামর্শকদের সমন্বয় এবং সদস্যদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মশিউর রহমান , সাধারণ সম্পাদক জেম হোসাইন ,সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা,অর্থ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি মসিউর রহমান বলেন, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন (CBDF) ২০২৫-২৬ কেন্দ্রীয় কমিটিতে আমাকে সভাপতির দায়িত্ব দেয়ার জন্য সংগঠনের সম্মানিত পরামর্শক এবং উপদেষ্টা কমিটিকে আমার মনের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।২০২২সালে অল্পসংখ্যক স্বেচ্ছাসবী নিয়ে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করি। এখন পর্যন্ত আমরা দেশব্যাপী ৬ হাজার ১২৫ ব্যাগ রক্ত দান করেছি। সংগঠনটি নিরলস আর নিঃস্বার্থভাবে কাজ করে আসছে। এখন আমাদের কার্যক্রমের সাথে বিভিন্ন কারণে-অকারণে জড়িত নেই, তাদের প্রতিও আমি অত্যন্ত সম্মান আর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।

তিনি আরো বলেন, দানের পাশাপাশি আমরা স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, যেকোনো দুর্যোগে তাৎক্ষণিক মোকাবেলা, রমজানে এতিমদের সাথে ইফতার আয়োজন, ত্রাণসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করি। কমিটির নবনির্বাচিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রকাশ করছি। আগামী এক বছরকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে স্বেচ্ছাসবী হিসেবে কাজ করতে পারি।

এছাড়াও নতুন কমিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গুরুদাসপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি- রাশিদুল, সম্পাদক- মিজানুর

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি গুরুদাসপুরে এক ঝাঁক তরুণ সাংবাদিক নিয়ে আনুষ্ঠানিকভাবে ‘‘গুরুদাসপুর কেন্দ্রীয় প্রেসক্লাব’’ এর আত্মপ্রকাশ করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১

পটিয়া মাদরাসার ছদরে মুহতামিম মাওলানা আমিনুল হকের ইন্তেকাল, জানাজা আজ রাত ৯টায়

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সাবেক ছদরে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস, বরেণ্য আলেমে দ্বীন মাওলানা আমিনুল হক ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি

মুরাদনগরে বিপথগামী সন্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন পিতা

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি মানবিক ও পারিবারিক মূল্যবোধ রক্ষার স্বার্থে এক হৃদয়বিদারক সিদ্ধান্ত নিয়েছেন মুরাদনগরের এক অভিভাবক। নিজের সর্বকনিষ্ঠ পুত্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সকল সম্পর্ক

গুরুদাসপুরে নিজ বাড়িতে প্রবেশে রাস্তা বন্ধের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে

মোঃ নাঈম ইসলাম, নাটোর প্রতিনিধি নাটোরের গুরুদাসপুরে পৈত্রিক ভিটায় নিজ অংশের জায়গায় গাছ কাটতে বাধা, মারধর ও বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ করার ঘটনায় আলহাজ্ব মো.

Scroll to Top