২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কৃষ্ণচূড়ার আগুনরাঙা হাসি, সোনাইলের শান্ত সৌন্দর্য বেরোবিতে

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বুকে স্থাপিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেন এপ্রিলে রূপ নিয়েছে এক রঙিন ক্যানভাসে। ক্যাম্পাসজুড়ে ফুটে উঠেছে কৃষ্ণচূড়া ও লাল সোনাইলের মনোহর রূপ, যা শুধু প্রকৃতিপ্রেমীদের নয়, প্রতিটি শিক্ষার্থীর মনেও এক অনাবিল প্রশান্তি এনে দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের পাশে, মূল ফটক এবং কেন্দ্রীয় মাঠের আশপাশে কৃষ্ণচূড়া গাছগুলো এখন ফুলে ফুলে ভরে উঠেছে। আগুনরাঙা পাপড়িগুলো যেন একেকটি জ্বলন্ত কবিতা, রোদের আলোতে আরও উজ্জ্বল হয়ে উঠেছে তাদের সৌন্দর্য। পাশাপাশি, লাল সোনাইল গাছের নরম লালচে বর্ণের ফুলগুলো এই বসন্তের প্রকৃতিকে করেছে আরও মাধুর্যময়।

শিক্ষার্থীরা কেউ ছবি তুলছে, কেউ বসে কবিতা লেখায় মগ্ন, আবার কেউবা কেবল প্রকৃতির এই অপার সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলছে। এমন দৃশ্য দেখে কেউ সহজেই ভুলে যেতে পারে কংক্রিটের গ্যাঁটাকল, ক্লাসের চাপে ভরা মন।

বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন শান্তা বলেন, “প্রতিদিন সকালে যখন ক্যাম্পাসে আসি, কৃষ্ণচূড়া আর সোনাইলের ফুল দেখে মনটাই ভালো হয়ে যায়। মনে হয় প্রকৃতি যেন হাত বাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছে।”

এ ক্যাম্পাস যেন শুধু শিক্ষার স্থান নয়, হয়ে উঠেছে এক খোলা আর্টগ্যালারি — যেখানে প্রকৃতি নিজেই শিল্পী, আর কৃষ্ণচূড়া ও সোনাইল তার রঙ-তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলছে জীবনের উচ্ছ্বাস।

কৃষ্ণচূড়া আর লাল সোনাইলের এই স্নিগ্ধ সৌন্দর্য যেন আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় — প্রকৃতিকে ভালোবাসা, রক্ষা করা এবং উপভোগ করাই আমাদের প্রকৃত শিক্ষার অংশ হওয়া উচিত।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন

মো. আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি রাজশাহী কলেজ রোভার স্কাউটের বার্ষিক তাবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী ক্যাম্পে ১৯ জন রোভার ও ১২

অস্থায়ী আবাসন নিয়ে যা জানাল আস-সুন্নাহ ফাউন্ডেশন

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কেরানীগঞ্জে একটি আবাসিক এলাকায় অস্থায়ী আবাসন হিসেবে ১০তলা একটি বিল্ডিং বরাদ্দ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। গত বছর ১০

দেশের বৃহত্তম পত্রিকা উৎসব ‘নিউজপেপার অলিম্পিয়াড ঢাকা সিলেকশন রাউন্ড’ অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা দ্য ডেইলি স্টারের আয়োজনে দেশের সবচেয়ে বৃহত্তম পত্রিকা উৎসব ‘নিউজপেপার অলিম্পিয়াড সিজন-৪ ঢাকা সিলেকশন রাউন্ড’ অনুষ্ঠিত হয়েছে।

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা, সন্তুষ্টি প্রকাশ উপাচার্যের

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত

Scroll to Top