মো. আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি
রাজশাহী কলেজ রোভার স্কাউটের বার্ষিক তাবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী ক্যাম্পে ১৯ জন রোভার ও ১২ জন গার্ল-ইন-রোভার দীক্ষা গ্রহণ করেন। শনিবার (২৬ এপ্রিল) রাষ্টবিজ্ঞান ভবনের সামনের মাঠে আনুষ্ঠানিক ভাবে দীক্ষা প্রদানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়। এতে রাজশাহী কলেজ রোভার গ্রুপের সম্পাদক প্রফেসর ডা. হাসনা আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ ও রোভার স্কাউটস গ্রুপের গ্রুপ সভাপতি প্রফেসর প্রফেসর মু. যহুর আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্পে অংশগ্রহণ করে সফলভাবে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে তোমরা এখন বাংলাদেশ রোভার স্কাউট সদস্য। সব সময় ভাল কাজের দিকে থাকবে । দেশকে এগিয়ে নিয়ে যাও রাজশাহী কলেজেকে উজ্জ্বল করো এবং তোমাদের যোগ্যতা দিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে।
আরোও উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. সেরাজ উদ্দিন, রাজশাহী কলেজ রোভার স্কাউট আরএসএল ও বিভাগীয় রোভার স্কাউট নেতা ড. মোঃ জহিরুল ইসলাম, কলেজ রোভার স্কাউট আরএসএল ও রাজশাহী জেলা রোভারের কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম আনসারী ও কলেজ রোভার স্কাউট আরএসএল ড. মোছাম্মৎ ফাহমিদা আক্তার কুস্তরী।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক তাবুবাস ও দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন হয়। এরপর গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে রোভার সহচর ও সদস্যরা তাঁবু জলসার মাধ্যমে স্কাউটের ঐতিহ্যবাহী অগ্নি প্রজ্বলন, গান ও নাচ প্রদর্শন করেন।